রাইসুল ইসলাম সাতক্ষীরা প্রতিনিধিঃ
পর্যটনে পরিবেশ বান্ধব বিনিয়োগ
যা টেকসই উন্নয়ন লক্ষমাত্রা অর্জনে অগ্রণী ভূমিকা রাখবে
এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ২৭ সেপ্টেম্বর ২৩ সকাল ১০ টায় সাতক্ষীরা জোন ট্যরিস্ট পুলিশ জোন এর আয়োজনে বুড়িগোয়ালিনী খেয়াঘাট থেকে র্যালীটি শুরু হয়ে বুড়িগোয়ালিনী বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে টুরিস্ট পুলিশ জোন অফিসে এসে শেষ হয়। র্যালীটিতে অংশ নিয়ে ছিল টুরিস্ট পুলিশ, জনপ্রতিনিধি, পর্যটনবাহী ট্রলার মালিক সমিতি, স্থানীয় জনসাধারণ।
পর্যটনের ভূমিকা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিসহ সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক উপযোগিতাকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়া এই দিবসের লক্ষ্য
সাতক্ষীরা জোন ট্যুরিস্ট পুলিশের এস আই সুজিত কুমার দাশ বলেন, বাংলাদেশের পর্যটন শিল্পকে গতিশীল করার জন্য টুরিস্ট পুলিশ সব সময় পর্যটকদের নিরাপত্তায় নিয়োজিত আছে।
পর্যটন শিল্প সম্প্রসারন এ কর্মসূচী পালন।