মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুর জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি সহ ১২টি পদে বিএনপিপন্থী এবং সাধারণ সম্পাদক সহ ৩টি পদে আওয়ামী লীগপন্থী জয়ী হয়েছে। শুক্রবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত জেলা আইনজীবী ভবনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সন্ধায় নির্বাচন কমিশনার অ্যাড. বিমল কুমার নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।
নির্বাচনে সভাপতি পদে অ্যাড. কামরুল হাসান (বিএনপি) ৬১ ভোট পেয়ে নির্বাচিত হন , তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাড. মিয়াজান আলী (আ.লীগ) পেয়েছেন ৪৮ ভোট।
সাধারণ সম্পাদক পদে অ্যাড. খ.ম.ইমতিয়াজ বিন হারন জুয়েল হোসেন জুয়েল (আ.লীগ) ৫৬ ভোট পেয়ে নির্বাচিত হন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এ এস এম সাইদুর রাজ্জাক (বিএনপি) পেয়েছেন ৫৩ ভোট।
সহ-সভাপতি পদে অ্যাড মোঃ রফিকুল ইসলাম (বিএনপি), অ্যাড. হাসান মাহাবুবুর রহমান মুকুল (বিএনপি), যুগ্ম সম্পাদক পদে অ্যাড. রফিকুল ইসলাম (বিএনপি), কোষাধক্ষ্য পদে অ্যাড. এহান উদ্দীন মনা (বিএনপি), গ্রন্থাগার ও সাংস্কৃতিক সম্পাদক পদে অ্যাড. সাইফুল ইসলাম সাহেব (আ’লীগ) নির্বাচিত হন।
এছাড়াও সদস্য পদে অ্যাড. মখলেছুর রহমান খান স্বপন (বিএনপি), অ্যাড. সেলিম রেজা (বিএনপি), অ্যাড. শফিউল আযম বকুল (বিএনপি), অ্যাড. সেলিম রেজা গাজী (বিএনপি), অ্যাড. খুরশিদা খাতুন (বিএনপি), অ্যাড. ফয়সাল নাসরুল্লাহ কনক (আ.লীগ), অ্যাড. সেলিম রেজা কল্লোল (বিএনপি) নির্বাচিত হয়েছেন।
প্রতিবারের মত এবারও নির্বাচনে আওয়ামী লীগপন্থী বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবি পরিষদ এবং বিএনপিপন্থী জাতীয়তাবাদী আইনজীবি ফোরাম দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বীতা করেন। ১৫টি পদে বিপরীতে দুই প্যানেলে ৩০জন প্রতিদ্বন্দ্বীতা করেন।