মুজিবনগরে সংসার চালানোর একটিই মাত্র সম্বল চায়ের দোকান রাতের আধারে পুরে ছাই হয়ে যাওয়া প্রতিবন্ধী বাবুর আলী পেলো নতুন দোকান।বিভিন্ন নিউজ পৌর্টালে দোকান পুরে যাওয়ার খবর জানতে পেরে ইনফান্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশন নামের একটি সমাজসেবা মূলক সংগঠন মঙ্গলবার সকালে তাকে নতুন দোকানসহ দোকানের যাবতীয় মালামাল তার হাতে তুলে দেন।
এদিকে, দোকান পুরে যেয়ে নিঃস হয়ে যাওয়া প্রদিবন্ধী বাবুর আলী নতুন দোকান পেয়ে পুনরায় তার মুখে হাসি ফুটেছে।
ইনফান্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সদস্যরা বাবুর আলীর হাতে দোকানের চাবি তুলে দেয়ার সময় সংগঠনের সভাপতি জিএম রাফিদ আলম বলেন, আমরা গতকাল বিভিন্ন নিউজের মাধ্যেমে জানতে পারি রাতের আধারে বাবুর আলীর দোকান পুরে যাওয়ায় নিঃস হয়ে পরেন তিনি। পরবর্তিতে আমার সকল সদস্যদের কাছে আলাপ করে তাকে নতুন দোকান করে দেবার সিদ্ধান্ত নিই।
এদিকে, নতুন দোকান পেয়ে বাবুর আলী সংগঠনটির প্রতি কৃতঞ্জতা প্রকাশ করেন।
এ সময় উপস্থিত ছিলেন,ইভেন্ট ম্যানেজমেন্টের প্রধান মারুফ হাসান,সদস্য উম্মে কনিকা,ইশতিয়াক আহমেদ,নাঈমুর রহমান বর্ণ।
উল্যেখ্য,সোমবার দিবাগত রাত পৌনে একটার দিকে মুজিবনগর উপজেলার গোপালনগর যাত্রী ছাউনীর পাশে থাকা প্রতিবন্ধী বাবুর আলীর চায়ের দোকান পুরে ছাই হয়ে যায়।
মুজিবনগরে রাতের আধারে দোকান পুরে ছাই হওয়া প্রতিবন্ধী বাবুর আলী পেলো নতুন দোকান
পূর্ববর্তী পোস্ট