মুজিবনগর প্রতিদিন ডেস্কঃ
মুজিবনগরে উপজেলা পরিষদের অর্থায়নে ঘর পেলো হতদরিদ্র আশানুর খাতুন।
সোমবার সকালে মুজিবনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান জিয়াউদ্দীন বিশ্বাস ও উপজেলা নির্বাহী অফিসার সুজন সরকার এ ঘরের উদ্বোধন করেন।
আশানুর খাতুন আনন্দবাস গ্রামের অগবুলের স্ত্রী। তার স্বামী অক্ষাম, কাজ করতে না পারায় মাটি কেটে সংসার চালান তিনি।
তবে ঘর করার সক্ষমতা না থাকায় উপজেলা পরিষদের নিজস্ব অর্থায়ন থেকে তাকে একটি ২ রুম, একটি রান্নাঘর ও একটি বাথরুম বিশিষ্ট ঘর তৈরি করে দেয়া হয়।
উদ্বোধনের সময় উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম মোল্লা, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা খাতুন উপস্থিত ছিলেন।
মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার সুজন সরকার জানান, আমাদের সরকারী ভাবে নির্দেশনা ছিলো মুজিবনগর উপজেলায় একটি গৃহহীন মানুষকে ঘর তৈরি করে দিতে হবে।
আমরা সেই নির্দেশনা মোতাবেক হতদরিদ্র আশানুর খাতুনকে উপজেলা পরিষদের অর্থায়নে ১ লক্ষ ৭১ হাজার টাকা ব্যায়ে এ ঘরটি তৈরি করে দেয়া হয়।