সাহেব রেজা নিজস্ব প্রতিবেদকঃ
সাতক্ষীরা”র উপকুলবর্তী এলাকায় প্রলয়কারী দুর্যোগ “আইলা” পরবর্তী ২০০৯ সালের শেষের দিকে সমাজকল্যানমুলক সংস্থা ” ব্রতী ” নর্থ আমেরিকান বাংলাদেশী ইসলামিক কমিউনিটি (নাবিক) সহায়তায় অসহায়, দুস্থ, এতিম শিশুদেরকে খাদ্য পুষ্ট সহায়তা করেছে , ঐ এলাকায় নিরাপদ পানি, স্বাস্থ্য সেবা, শিশু শিক্ষায় ও মানবাধিকার ভিত্তিক গনসচেতনমুলক কাজ নির্রালস ভাবে করে যাচ্ছে।
এই ধারাবাহিকতায় আজ (২৯ শে ডিসেম্বর) ব্রতী সংস্থার কার্যালয়ে দুস্থ এতিম শিশুদের নগত অর্থ ও শীতবস্ত্র বিতরণ ৩০০ জন শিশুকে ৩২০০ টাকা করে মোট ৯৬০০০০ টাকা এবং ৪০০ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণে করা হয়।
সংস্থার ব্যবস্থাপক সাইফুর রহমানের উপস্থিততে আরো উপস্থিত ছিলেন স্থানীয় গন্যমান্য ব্যাক্তি বর্গ।
ব্রতীর এই মহাতী কার্যক্রমকে সাধুবাদ জানিয়েছেন উপকুলবাসী।