সাহেব রেজা নিজস্ব প্রতিবেদক সাতক্ষীরাঃ
শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের উদ্যোগে এনজিও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন পরিষদ হল রুমে
মঙ্গলবার (৪ এপ্রিল ২০২৩) বেলা ১১ টায়।
বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা এনজিও সমন্বয়কারী কমিটির সদস্য সচিব ও উপজেলা রিপোটার্স ক্লাবের সভাপতি গাজী আল ইমরান।
জলবায়ু পরিবর্তন সহ বিভিন্ন বিষয় নিয়ে বুড়িগোয়ালিনী ইউনিয়নে ১৮টি এনজিও কাজ করে থাকেন।
সেই অনুযায়ী মঙ্গলবার সকালে ইউনিয়ন পরিষদের হলরুমে এনজিও প্রকল্প পরিচালনাকারি দের নিয়ে ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যদের সাথে সমন্বয় ঘটাতে ও পরিকল্পনা অনুযায়ী সম্মিলিত ভাবে কাজ করার লক্ষ্যে ও পরিকল্পিত কাজের বাস্তবায়ন ঘটাতে এ সমন্বয়ক আলোচনার আয়োজন কর হয়েছে বলে জানান ইউ পি চেয়ারম্যান।
সমন্বয় সভায় উপস্থিত ছিলেন বুড়িগোয়ালিনী ইউ,পি সদস্য ও প্যানেল চেয়ারম্যান জি,এম আব্দুর রউফ, সহ সকল ওয়ার্ডের ইউপি সদস্য ও মহিলা সদস্যা সহ ১৮টি এনজিও র সমন্বয়কারী প্রতিনিধি গণ।
সমন্বয় সভায় সকল এনজিও প্রতিনিধিগণ তাদের বক্তব্যে বলেন ইউনিয়ন পরিষদের সাথে সমন্বয় করে সঠিকভাবে পরিকল্পনা অনুযায়ী কাজ করা হবে।
সভায় সভাপতির বক্তব্যে বলেন জেলার বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদে এই প্রথম ডাটাবেস তৈরি করা হয়েছে এর ম্যাধমে দেখতে পাাবেন ইউনিয়নের সকল জনসংখ্যার চিত্র।
চেয়ারম্যান হাজী নজরুল ইসলাম আরো বলেন প্রতি তিন মাস পর, পর ইউনিয়নে কাজ করা এনজিওদের নিয়ে এভাবেই সমন্বয় সভা করা হবে।
সমন্বয় সভাটি পরিচালনা করেন ইউনিয়ন পরিষদের সচিব মোঃ রিয়াজুল ইসলাম।