মুসলিম জাহানের সকলকে ২০২৩ সালের পবিত্র রমজানে মাসের শুভেচ্ছা জানিয়েছেন শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি, শ্যামনগর সাংবাদিক ঐক্যের আহবায়ক, শ্যামনগর সদর ইউনিয়ন আ’লীগের সভাপতি আলহাজ্ব জি এম আকবর কবীর। তিনি পবিত্র মাসে রমজান মাসে সকলকে রমজানের পবিত্র রক্ষা করার জন্য আহবান করেছেন।
সকলে এই রমজান মাসে সুস্থ শরীর রোজা রাখতে পারেন এই জন্য মহান দয়াময় আল্লাহ পাকের নিকট প্রার্থনা জানিয়েছেন।
জান্নাতের নেটওয়ার্ক হলো “আল ইসলাম”
সিম কার্ড হলো “ঈমান”
বোনাস হলো “রমযান”
রিচার্জ হলো “নামাজ”
আর আমাদের হেল্পলাইন হল “আল কোরআন”
রমজান এলে যায় গো চলে,
সব ভেদাভেদ দ্বন্দ্ব।
পুণ্য দিয়ে নেয় সাজিয়ে,
পাপের দুয়ার বন্ধ।
এই রমজানে আত্মার সাথে আত্মার হোক মিলন,
ধনী-দরিদ্র অসহায় সবার সমান দিবস-যাপন।
মাহে রমজানে গঠন করো তাক্বওয়াপূর্ণ জীবন,