মেহেরপুর প্রতিনিধি: জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছে, বাংলাদেশের গরিব অসহায় মানুষ এখন আর চিকিৎসা অভাব মারা যায় না। মানুষের চিকিৎসা দায়িত্ব তুলে নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের বিপুল সংখ্যক মানুষের সহযোগিতা করে যাচ্ছেন তিনি।
গতকাল বুধবার বিকেলে প্রতিমন্ত্রীর বাসভবনে প্রধানমন্ত্রীর প্রদত্ত আর্থিক অনুদানের চেক প্রদান অনুষ্ঠানে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এ কথা গুলো বলেন। এসময় ৩৩ জনকে ৫০ হাজার টাকা করে ও ৮ জনকে ৪০ হাজার টাকা করে এবং ৪ জনকে ৩০ হাজার টাকা করে চেক বিতরণ করেন।
এসময় মেহেরপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বারাদি ইউনিয়নের চেয়ারম্যান মোমিনুল ইসলাম, কুতুবপুর ইউনিয়নের চেয়ারম্যান সেলিম রাজা প্রমুখ এই সময় সেখানে উপস্থিত ছিলেন।