কবিও নই শিল্পী ও নই,
আছে একটা মন
মনের টানেই তাদের মাঝে
থাকি সারাক্ষণ।
দুঃখি জনের করুণ কথা
ব্যথিতদের ব্যথা,
সৃষ্টি আমায় করলে কেন,
থাকবে সবই গাঁথা ।
কোথায় যাব কার কাছেতে
কে হবে মোর আপন
, কবির মত অমর করে
করবে আমায় দাফন ।
এ সব আমি চিন্তা করে
কলম হাতে ধরি
, প্রভু তুমি সাহায্য করে
পার করো এ তরী ।