দেবহাটা প্রতিনিধি:
বিশেষ অভিযান পরিচালনাকালে ওয়ারেন্টভুক্ত এক আসামীসহ বিষ্ফোরক উপাদানাবলি আইনের মামলার আরও দুই আসামীকে গ্রেপ্তার করেছে দেবহাটা থানা পুলিশ।
শুক্রবার সকাল থেকে শনিবার সকাল পর্যন্ত দেবহাটা থানার এসআই গোলাম আজম, এসআই শোভন দাশসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা ২৪ ঘন্টায় পৃথক পৃথক অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন, ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন-এর ২৫(৩)/২৫-ডি তৎসহ বিস্ফোরক দ্রব্য আইন’র ৩/৪/৬ ধারায় দায়েরকৃত মামলার (নং-০৮) আসামী বসন্তপুরের আলম বারীর ছেলে আলমগীর হোসেন (২৫), একই মামলাসহ পেনাল কোডের ৩৭৯ ধারায় দায়েরকৃত অপর আরেকটি মামলার (নং-০৫) আসামী জগন্নাথপুরের মৃত ইসহাক গাজীর ছেলে ইমরান হোসেন (২৬) এবং দেবহাটা থানার এনজিআর-১৪/২০ মামলার ওয়ারেন্টভুক্ত আসামী টিকেট গ্রামের আবুল কালামের ছেলে জাকির হোসেন (২৫)।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ ওবায়দুল্লাহ বলেন, গ্রেপ্তারকৃতদের মধ্যে দু’জন বিষ্ফোরক দ্রব্য আইনের নিয়মিত মামলার আসামী এবং অপরজন এনজিআর মামলায় ওয়ারেন্টভুক্ত আসামী। গ্রেপ্তার পরবর্তী তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলেও জানান ওসি।