সুন্দরবন পশ্চিম বন বিভাগ, খুলনা এর সুযোগ্য বিভাগীয় বন কর্মকর্তা, জনাব ড. আবু নাসের মোহসিন হোসেন মহোদয়ের নির্দেশনায়, সহাকারী বন সংরক্ষক, জনাব এম, কে, এম ইকবাল হোছাইন চৌধুরী, রেঞ্জ কর্মকর্তা, সাতক্ষীরা রেঞ্জ এর তত্ত্বাবধানে কোবাদক ফরেস্ট স্টেশনের, স্টেশন কর্মকর্তা, জনাব মোছ ফারুকুল ইসলাম এর নেতৃত্বে নিয়মিত টহলকালে ৩০/০৩/২০২৩ রোজ বৃহস্পতিবার আনুমানিক ভোর ৫:০০ ঘটিকায় কম্পার্টমেন্ট নং-৪৬ এর সাপখালী খালে টহলের সময় ২৫-৩০ গজ দুর থেকে ০৩ টি ডিঙ্গি নৌকা দেখতে পায়। নৌকার কাছাকাছি পৌঁছালে দেখতে পায় কিছু লোক হরিণ ধরার ফাঁদ দিচ্ছে এমতাবস্থায় টহল টিম জঙ্গলে উঠে চার পাশ থেকে ঘেরাও করে আটক করে। আটককৃত শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়ন এর পাশ্বেমারি গ্রামের -মৃত বেলায়েত গাজী পুত্র মোঃ মজিবর গাজী(৫২) ও একই গ্রামের মোঃ কুদ্দুস শেখ পুত্র মোঃ ময়নুদ্দীন (৪০) এই দুইজনকে হাতে নাতে আটক করে। পরবর্তীতে নৌকা তল্লাশী করে নৌকায় পাতিলে হরিনের রান্না করা মাংস আনু:৩০০ গ্রাম ও অপর নৌকায় পলিথিন ব্যাগে হরিণের ০৪ টি পা ও ০১টি মাথা দেখতে পায়। অপর নৌকায় ০২টি দা, ০১টি কুড়াল ও ০১ ছুরি এবং হরিণের ফাঁদ আনুঃ ২০০ মিটার পাওয় যায়।
সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক এমকেএম ইকবাল হোসাইন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতদের বন আইনে মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।