জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৩’- এর সঙ্গে সামঞ্জস্য রেখে সাতক্ষীরা জেলায় বৃক্ষ সম্পদ বৃদ্ধি ও পরিবেশের ভারসাম্য সংরক্ষণের লক্ষ্যে জেলাব্যাপী একদিনে একযোগে এক লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করেছে সাতক্ষীরা জেলা প্রশাসন।
আজ ২৩ জুলাই সকাল ১০.৩০টায় কালেক্টরেট পার্কে জেলাব্যাপী এই মহৎ কর্মসূচির শুভ উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক জনাব মোহাম্মদ হুমায়ুন কবির। এসময় আরও উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাঃ সবিজুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব বিষ্ণুপদ পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব শেখ মঈনুল ইসলাম মঈন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কাজী আরিফুর রহমান সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা গণ। এই কর্মসূচি সফল করতে জেলা ও উপজেলা পর্যায়ের সকল সরকারি দপ্তর, উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ, শিক্ষা প্রতিষ্ঠানসমূহ, সকল ধর্মীয় প্রতিষ্ঠান ও এনজিওসমূহ একযোগে অংশগ্রহণ করে।