শ্যামনগর প্রতিনিধিঃ শ্যামনগর উপজেলার ১০নং আটুলিয়া ইউনিয়ন পরিষদের ২০২২-২৩ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার (৩০ মে) সকাল ১০টার দিকে ইউনিয়ন পরিষদের হলরুমে উক্ত বাজেট অধিবেশন অনুষ্ঠিত হয়। এসময় ইউনিয়ন পরিষদের সচিব মো. আবু সাইমের সঞ্চালনায় এবং আটুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো.আবু সালেহ বাবুর সভাপতিত্বে ইউনিয়ন বাসীর সম্মূখে উন্মুক্ত বাজেট ঘোষণা করেন। এবারের ২২-২৩ অর্থবছরের জন্য আয় ও ব্যায়ের হিসাব ধরা হয়েছে ১ কোটি ৭৫ লক্ষ ১ হাজার ৪১০ টাকা।
চেয়ারম্যান তার বক্তব্যে বলেন, বাজেট হচ্ছে একটি ইউনিয়নের অর্থ বছরের বিভিন্ন ধরনের উৎস হতে কি পরিমান অর্থ আয় হয় এবং তা জনকল্যাণে কিভাবে ব্যয় করা হয় তারই একটি পূর্ব পরিকল্পনা। যাহা ইউনিয়ন বাসীর জানার অধিকার শুধু নয়- জনগণের সুচিন্তিত মতামত প্রনয়নের ভিত্তিতে সচেতন ইউনিয়ন বাসীর সরাসরি অংশ গ্রহণের মাধ্যমে সকল উন্নয়ন মূলক কার্যক্রম পরিচালনায় সহযোগিতায় করাই সুনাগরিকের দায়িত্ব। তিনি উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ইউনিয়নের সকলকে ট্যাক্স পরিশোধ করার জন্য আহ্বান করেন।
বাজেট অধিবেশনে এলাকার উন্নয়ন প্রকল্পে আরও বক্তব্য রাখেন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. আব্দুল গফুর ঢালী, ইউপি সদস্য মো. আকতারুজ্জামান, মো. সিরাজুল ইসলাম, মো. রবিউল ইসলাম, মো. শহিদুল ইসলাম, স্বপন কুমার বৈদ্য, মো. আব্দুর রব সহ সংরক্ষিত ইউপি সদস্যা মোছা. তহমিনা, হালিমা বিবি, রেনুকা মন্ডল। এছাড়াও অত্র ইউনিয়নের সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান, গণমাধ্যম কর্মী, এলাকার সূধীজন, সমাজসেবক, রাজনৈতিক মহল সহ সকল অঙ্গনের প্রতিনিধি বৃন্দ।