সাহেব রেজা শ্যামনগর প্রতিনিধিঃ
শ্যামনগর উপজেলার রমজান নগর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ সহোরাব হোসেন এলাকাবাসীর পক্ষে ভৈরব নগর মৌজার নাটিমখালী খালটি ৬৩৮৪২/২২আপিল কেসের বিরোধে ব্যক্তি মালিকানায় রেকর্ড না দেওয়ার জন্য এমপি মহোদয়, উপজেলা চেয়ারম্যান , সহকারী কমিশনার( ভূমি),জেলা পরিষদের সদস্য ও ইউপি চেয়ারম্যান ও সরকারি সেটেলমেন্ট অফিসার বরাবর অভিযোগ করেন। উক্ত অভিযোগে তারা ব্যক্তি মালিকানায় রেকর্ড না দেওয়ার জন্য উপজেলা সহকারী স্টেলমেন্ট অফিসকে সুপারিশ করেছেন ।
এ বিষয়ে কৈখালী ও রমজান নগর ইউনিয়নের সহকারী ভুমি কর্মকর্তা সুধীর কুমার ২৭ নভেম্বর (রবিবার) বেলা ১১টা সকলের উপস্থিতিতে বিষয়টি তদন্ত করেন। তিনি তদন্ত শেষে উপস্থিত জনগনের সামনে স্বীকার করেন যে, খাস খালটি প্রবাহমান দেখা যায়। উক্ত খালটি ব্যক্তি মালিকানা রেকর্ড হলে খালে দুই পাশে মানুষের পানি নিস্কাশন বন্ধ হয়ে যাবে। এ ছাড়া ব্যাপক ক্ষতিগ্রস্ত হবে ঐ এলাকাবাসী। এ ছাড়া উক্ত খালের জমির উপর সাতক্ষীরা দেওয়ানি আদালতে দেওয়ানী আদালতে ১৭৭/০৪ মামলা বিচারাধীন রয়েছে। যার শুনানির দিন ০২/০৪ /২০২৩ইং।