মুজিবনগর প্রতিদিন ডেস্কঃ মেহেরপুর বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের ১০৫ জন প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও পোশাক বিতরণ করা হয়েছে। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন ও সৈয়দা মোনালিসা ইসলাম এর উদ্যোগে এই ঈদ উপহার বিতরণ করা হয়। শনিবার সকাল দুপুর ১২ টার দিকে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি’র সহধর্মিণী সৈয়দা মোনালিসা ইসলাম বুদ্ধিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে ঈদ উপহার গুলো তুলে দেন। প্রত্যেক শিক্ষার্থীকে নগদ ৫শ টাকা ও নতুন পোশাক দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন, মেহেরপুর জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক সরফরাজ হোসেন মৃদুল, বড় বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রনেতা আমিনুল ইসলাম খোকন, জেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান হিরণ প্রমুখ।