ডেস্ক রিপোটঃ
মেহেরপুর জেলার পশুহাটের ভিতর ১১ ই জানুয়ারী বিকালে পুরাতন স্বাস্থ্য সতর্কতা সম্বলিত,মুসক ফাঁকী,ও নকল বিড়ি ও মেয়াদবিহীন,মানসম্পন্ন নয়,অনিরাপদ শিশুদের বিভিন্ন খাদ্য সামগ্রী আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।আটক ও জব্দকৃত বিড়ির নামঃনাসির বিড়ি, অমৃত লালদের করিকর বিড়ি,আকিজবিড়ি,রোহানবিড়ি ও স্বাধীন বিড়ি । মোট ১২ বস্তা বিড়ি মেহেরপুর এস,এ,পরিবহনের সামনে থেকে গাড়ি তল্লাশী করে এসব, জালব্যান্ডরো ল সম্বলিত, ও পুরাতন স্বাস্থ্য সতর্কতা সম্বলিত বিড়ি জব্দ করে মাননীয় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিঃ ও বিশুদ্ধ খাদ্য আদালতের বিচারক এস,এম,শরিয়তউল্লাহ এর আদালতে হাজির করা হলে বিচারক মেহেরপুর কাস্টমস কর্মকর্তার সাথে আলাপ করে বিড়িতে নকল ব্যান্ডরোডও রাজস্ব ফাঁকির বিষয় টি নিশ্চিত হয়ে এসব নকল ও পুরাতন স্বাস্থ্য সতর্কতা সম্বলিত বিড়ি আজ বিকেলে জনসম্মুখে, মেহেরপুর সদর থানা,ফায়ার সার্ভিস, পৌরসভার এসআই,বিএফএসএ এর সদস্য ও মেহেরপুর সদর ও জেলা স্যানিটারী ইন্সপেক্টর(ভারপ্রাপ্ত) মোঃতারিকুল ইসলাম এর নেতৃত্বে উক্ত বিড়ি ও খাদ্য দ্রুব্য আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।