(শ্যামনগর) প্রতিনিধিঃ
শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের দফাদার রমাকান্ত মন্ডল কে অনির্দিষ্টকালের জন্য বরখাস্ত করেছে বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম মোল্লা।
ইউনিয়ন পরিষদ সূত্রে জানা যায়, সোমবার (০১ আগস্ট) বিকাল ৫ টায় সম্প্রতি ঘটে যাওয়া বুড়িগোয়ালিনী ইউনিয়নের কলবাড়ী গ্রামের ব্রজেন্দ্র নাথ মিস্ত্রির স্ত্রী তৃপ্তি রাণী মিস্ত্রির কয়েক লক্ষ টাকার স্বর্ণালংকার চুরি সংক্রান্ত বিষয়ে উভয় পক্ষকে হাজির করে বিচারকার্য সম্পন্ন করার প্রাক্কালে চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম মোল্লা চুরির দায়ে অভিযুক্ত দুলাল মৃধা (৫০) কে ইউনিয়ন পরিষদের দ্বিতীয় তলায় নিয়ে কিছুক্ষণ বিশ্রামে রাখতে বলেন। তবে চেয়ারম্যান এর নির্দেশ কে ব্যত্যয় ঘটিয়ে অত্র ইউনিয়ন পরিষদের দফাদার রমাকান্ত মন্ডল ও সাবেক গ্রাম পুলিশ মোঃ আব্দুল হামিদ
দু’জনে মিলে পরিষদের দ্বিতীয় তলায় নিয়ে দুলাল মৃধা কে বেধড়ক মারপিট এবং শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক ভাবে জখম করেন।
এঘটনায় পরিষদে উপস্থিত শতাধিক নারী পুরুষ, স্থানীয় জনপ্রতিনিধি, সমাজসেবক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সচেতন মহলে ব্যাপক নিন্দা ও প্রতিবাদের ঝড় ওঠে। এবং সকলেই এই ঘটনার সাথে জড়িত দফাদার রমাকান্ত মন্ডল ও আব্দুল হামিদ চৌকিদার কে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী এবং আর কখনো তারা দু’জন যেন পরিষদ অভ্যন্তরে প্রবেশ করতে না পারে।
এসময় ক্ষুব্ধ জনসাধারণকে শান্ত করে চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম সাংবাদিকদের বলেন, আব্দুল হামিদ চৌকিদার নামে পরিষদে কোন গ্রাম পুলিশ নেই। আর রমাকান্ত মন্ডল কে এই মুহুর্তে তার গ্রাম পুলিশ এর পোষাক খুলে পরিষদের বাইরে যাওয়ার নির্দেশ দিয়েছি। তাছাড়া রমাকান্ত কে নগদ পাঁচ হাজার টাকা জরিমানা করে দুলাল মৃধাকে দেওয়া হয়েছে, চেয়ারম্যান আরো বলেন তাদের এই মুহুর্তে ইউনিয়ন পরিষদে থাকার আর কোন অধিকার নেই এই মূহুর্তে দফাদার রমাকান্ত কে ইউনিয়ন পরিষদের বাহিরে বের করে দেওয়া হয়েছে।