ওমর ফারুক শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধিঃ
শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের পরানপুরে ২ দিন ব্যাপী সনাতন ধর্ম সভা অনুষ্ঠিত হয়েছে। ৩ মার্চ (শুক্রবার) সন্ধা ৭ টার সময় কৈখালী পূজা উদযাপন কমিটির সভাপতি ইউপি সদস্য পবিত্র কুমার মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার।
প্রধান অতিথি এসময় বলেন – বাংলাদেশ সম্প্রীতির দেশ কোন অপশক্তি আমাদেরকে আলাদা করতে পারবে না। তিনি আরো বলেন, বাংলাদেশের একটি স্বাধীনতা বিরোধী অপশক্তি হিন্দু মুসলমানকে ভাগ করতে চায় কিন্তু বাংলাদেশের সংস্কৃতি হিন্দু এবং মুসলিম পাশাপাশি অবস্থান। এ অবস্থা থেকে জাতির জনক বঙ্গবন্ধুর ডাকে হিন্দু মুসলিম সকল সম্প্রদায়ের মানুষ বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধে ঝাপিয়ে পড়েছিল।” ৭১ সালের সেই পরাজিত শক্তি আজও সক্রিয় তারা হিন্দু মুসলিমকে ভাগ করতে চায়, বাংলাদেশ আওয়ামী লীগ সরকার ধর্ম নিয়ে বাড়াবাড়ী সহ্য করবে না।”
এসময় আরও উপস্থিত ছিলেন কৈখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রহিম, মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অসীম কুমার মৃধা, কৈখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জি এম রেজাউল করিম, বুড়িগোয়ালিনি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ভবতোষ কুমার মন্ডল, শ্যামনগর সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দুর্গাপদ চক্রবর্তী, রমজানগর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পতিত পাবন মণ্ডল, শ্যামনগর উপজেলা অনলাইন নিউজ ক্লাবের সভাপতি মারুফ হোসেন মিলন, শ্যামনগর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাগর কুমার মন্ডল সহ হাজার হাজার সনাতন ধর্মাবলম্বী।