সনজিত পাল বাপ্পিকে আহবায়ক ও অশোক চন্দ্র বিশ্বাসকে সদস্য সচিব করে ১৫ সদস্য বিশিষ্ট বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের মেহেরপুর জেলা আহবায়ক কমিটির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমিটি।
গত ০৭-১২-২২ ইং তারিখে কেন্দ্রীয় কমিটির সভাপতি শ্রী জে.এল ভৌমিক ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড.চন্দ্রনাথ পোদ্দার স্বাক্ষরিত একপত্রে আগামী তিন মাসের এ অনুমোদন দেওয়া হয়।
অনুমোদন প্রাপ্ত জেলা আহবায়ক কমিটি ৯০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করিবে। এছাড়াও একই পত্রে পূর্বের কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় বাতিল ঘোষণা করেন কেন্দ্রীয় কমিটি।