মুজিবনগর প্রতিদিনঃ মেহেরপুরে গোপন ক্যামেরায় অপত্তিকর ছবি ও ভিডিও তুলে হুমকি ও আপহরনের মাধ্যমে চাঁদা আদায়ের অভিযোগে ৫জনকে আটক করেছে মেহেরপুর ডিবি ও সদর থানা পুলিশের একটি দল।
এসময় তাদের কাছ থেকে নগদ ১৭ হাজার টাকা ও ৫টি মোবাইল সেট উদ্ধার করা হয়।
মঙ্গলবার দিবাগত রাত্রে আভিযান চালিয়ে তাদের আটক করেছে।
আটককৃতরা হলেন, চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার নাটুদহ গ্রামের নাজমুল হোসেন খানের মেয়ে নাজনিন খান প্রিয়া, চারুলিয়া গ্রামের রাসেল আহমেদের মেয়ে বিলকিস রাবেয়া টুম্পা, মেহেরপুর শহরের ঘোষপাড়ার শফিকুল ইসলামের স্ত্রী রুমানা ইয়াসমিন, দুলাল আলির ছেলে শাহাজাহান আলী, আখের আলীর ছেলে হাসান আলী।
আটককৃতদের বুধবার (২৩ নভেম্বর) বিকাল ৫ টায় আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
মেহেরপুর সদর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, নাজনিন খান প্রিয়া মেহেরপুর সদর উপজেলার আমঝুপি গ্রামের মোনায়ার হোসেনের আপত্তিকর ছবি ধারন করে, তাকে হুমকি দিয়ে ২ লাখ টাকা চাঁদা দাবি করে বলে অভিযোগ পাওয়া যায়। পরে তার কাছ থেকে ২০ হাজার টাকা নেয়। আপর দিকে বিলকিস রাবেয়া টুম্পাসহ চার জন চুয়াডাঙ্গা জেলার আলি হোসেনকে টুম্পার বাড়িতে আটকিয়ে রেখে ২ লাখ টাকা চাঁদা দাবি করে। টুম্পার বাড়ি থেকে আলি হোসেনকে উদ্ধার ও এ মামলার প্রধান আসামী টুম্পাসহ চারজনকে আটক করা হয়।
এ ঘটনায় উম্মে রোমানা সিদ্দিকা বাদী হয়ে মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করেন। যার মামলার নং ৩৩/২২।