ডেস্ক রিপোটঃ
কালিগঞ্জ উপজেলার পিরোজপুরে (মেসার্স অনামিকা ট্রেডার্স নিজস্ব কার্যালয়ের সম্মুখে) রবিবার (২৭ নভেম্বর) সকাল ১০টায় সুমা মটরস লিমিটেডের সহযোগিতায় ও মেসার্স অনামিকা ট্রেডার্সের আয়োজনে।বর্তমান বিশ্বের জলবায়ু ও আবহাওয়া’র পরিবর্তনের কারণে মৎস্য চাষি ঝুঁকিপূর্ণ হওয়ায় অত্র এলাকার আবহাওয়ার সাথে তাল মিলিয়ে মৎস্য চাষীদের উন্নয়নের লক্ষে এলাকার সকল মৎস্য খামারী দের গোলাপ ফুল দিয়ে বরন এবং মতবিনিময় করেন।
উক্ত মৎস্য খামারী সমাবেশ অনুষ্ঠানে কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ও স্বত্বাধিকারী (মেসার্স অনামিকা ট্রেডার্স) জনাব সাঈদ মেহেদী’র সভাপতিত্বে,অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য ফিরোজ কবির কাজল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা নাজমুল হুদা,কালিগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ওয়াসীম উদ্দিন,সুমা মটরস লিমিডেট মার্কেটিং কর্মকর্তা ইঞ্জিনিয়ার জাহিদ খান। মেগা ফিড কোম্পানি ‘র সাতক্ষীরা জেলা শাখার ডাইরেক্টর আবু রায়হান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১২নং মৌতলা (ইউপি) চেয়ারম্যান ফেরদৌস মোড়ল। মানব সম্পদ সমবায় সমিতির নির্বাহী পরিচালক ফিরোজ আহমেদ, বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মতিয়ার রহমান মতি।কালিগঞ্জ উপজেলা সিনিয়র অফিসার জেনেটিক এনিমেল হেলথ লিমিটেড ফজর আলী সরদার।
এসময় বক্তারা বলেন” বাংলাদেশ নদীমাতৃক দেশ এদেশ বিশাল জলসম্পদে সমৃদ্ধ। সারা দেশ জুড়ে রয়েছে অসংখ্য নদী-নালা, খাল-বিল, হাওর-বাঁওড় ও পুকুর।পরিবেশগত ও প্রাকৃতিক কারণে আমাদের দেশে মৎস্য উৎপাদনের বিস্তৃত ক্ষেত্র রয়েছে।দেশের আবহাওয়া, জলবায়ু,মাটি ও পানি মৎস্য চাষের উপযুক্ত বলে এখানে প্রচুর মাছ উৎপাদন করা যায়।জাতির জনক বঙ্গবন্ধু বলেছিলেন-আমার আছে খাল-বিল আর মাছ।সোনার বাংলা গড়তে মৎস্য খাত বিশেষ ভূমিকা রাখবে। তারই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাছ চাষে সর্বোচ্চ গুরুত্ব ও পৃষ্ঠপোষকতা দিচ্ছেন। যার ফলে এ খাতে আমূল পরিবর্তন এসেছে। দিন দিন মাছ উৎপাদন বাড়ছে।
এছাড়া আরো উপস্থিতি ছিলেন এলাকার সফল মৎস্য চাষি বিজয় স্যার,শরিফ উদ্দিন বাবু, তুলা বাবু, শেখ জাহাঙ্গীর আলম,নজরুল সরদার, একরামুল খান, শরিফুল কাজী,শাহাবুদ্দিন ছোট, মহেশ, তন্ময় মন্ডল, ইউপি সদস্য শেখ সিরাজুল ইসলাম, রফি সরদার, ইউপি সদস্য আব্দুর রব,ছাত্রলীগ নেতা রাশিদুল ইসলাম জয় বাংলা প্রমুখ। সুমা মটরস লিমিটেড ঢাকার অতিথি বৃন্দ সহ সাংবাদিক এলাকার সকল মৎস্য চাষি উপস্থিত ছিলেন।