সাহেব রেজা নিজস্ব প্রতিবেদক সাতক্ষীরাঃ
বহুদিন পূর্বে শ্যামনগর উপজেলার ভুরুলিয়া গ্রামের ফুলি নামের অর্ধবয়সী এক অসহায় নারীর স্বামী মারা যায় । তার বাড়িতে আয় রোজগার করার মতো কোনো ব্যক্তি নেই। সন্তানদের নিয়ে অতি কষ্টে দিন কাটানো সেই অসহায় বিধবা নারীর বাসায় রাতের আঁধারে নিত্য প্রয়োজনীয় সামগ্রী পৌছে দিলেন সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার এমপি । গত ইং ২৪ ফেব্রুয়ারী বৃহস্পতিবার রাতে উক্ত সংসদ সদস্য এস এম জগলুল হায়দার জানতে পারেন তার নির্বাচনী এলাকায় ভূরুলিয়া ইউনিয়নের কাচড়াহাটি নন্দী গ্রামের (খালপাড়) খাস জমিতে বসবাসরত মৃত আব্দুল গফ্ফারের বিধবা স্ত্রী ফুলবানু ফুলি নামের (৫০) উর্ধে বয়সের একজন নারী অভাব অনটনে দিন অতিবাহিত করছে। এটা তিনি লোকমুখে শোনা মাত্রই রাতের আধারে সংসদ সদস্য বাজার থেকে নিত্য প্রয়োজনী চাল, ডাল, তেল, শাড়ী, মুরগী, আলু, ইত্যাদি নিয়ে হাজির হন সেই বিধবা নারীর বাসগৃহে।
এসময় সংসদ সদস্য ওই নারীকে বঙ্গবন্ধু ও তার সুযোগ্য কন্যা বতর্মান মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সকলের জন্য দোয়া চান এবং যে কোন সুবিধা অসুবিধায় তার সাথে যোগাযোগ রাখতে বলেন তিনি। বিধবা ওই নারী আবেগাপ্লুত হয়ে কান্নাজড়িত কন্ঠে সংসদ সদস্যর মাথায় হাত দিয়ে দোয়া করেন।