সাতক্ষীরা প্রতিনিধিঃ
‘নারীর জন্য বিনিয়োগ
সহিংসতা প্রতিরোধ’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সোমবার (২৭ নভেম্বর)
শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ -২৩ উদযাপন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দাঁতিনা খালী বনজীবী নারী উন্নয়ন সংস্থার বাস্তবায়নে ও নওয়াবেঁকী গণমুখী ফাউন্ডেশনের কারিগরি সহযোগিতায় এবং ক্রিশ্চিয়ান এইডের অর্থায়নে অনুষ্ঠানটি পরিচালিত হয়। আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ -২৩ উপলক্ষে র্যালীটি দাঁতিনা খালী বনজীবী নারী উন্নয়ন সংস্থা হতে মোড়ল বাড়ী পর্যন্ত যেয়ে শেষে হয়ে আবার সংস্থার সামনে এসে শেষ হয়।এর পর নারীদের অংশগ্রহণমুলক বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। উল্লেখ চেয়ার সিটিং, বালিশ খেলা সহ চোখ বেধে হাঁড়ি ভাঙ্গ প্রতিযোগিতার আয়োজন করা হয়। বনজীবী নারী উন্নয়ন সংস্থার সভাপতি শেফালী বেগম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গাজী আব্দুর রউফ।
এ সময়ে আরো উপস্থিত ছিলেন বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ডের ইউ/পি সদস্য মোঃ রবিউল ইসলাম, বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ডের ইউ/পি সদস্য মোঃ শহিদুল ইসলাম আবীর সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তি বর্গ। এসময়ে অতিথিরা ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন নারী উন্নয়ন সংস্থার প্রতিনিধি মোঃ শামীম হোসেন।