কালিগঞ্জ বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ে শেখ রাসেল দিবস অনুষ্ঠিত।
নিজস্ব প্রতিবেদক।
শেখ রাসেল দীপ্তিময় দুর্বার দুর্গম দুর্জয়” এই প্রতিপাদ্য সামনে রেখে কালিগঞ্জ উপজেলার বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ে শেখ রাসেল দিবস-২০২৩ উপলক্ষে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পূত্র শেখ রাসেলের ৬০ তম জন্মদিন উদযাপিত হয়েছে। বুধবার (১৮ অক্টোবর) সকাল ৯ ঘটিকায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী মিজানুর রহমানের নেতৃত্বে শেখ রাসেলের প্রতিকৃতি পুষ্প অর্পণ, করা হয়। পরবর্তিতে শেখ রাসেল দিবস উপলক্ষে রচনা প্রতিযোগিতা,চিত্রাংকন, হাতের লেখা,কবিতা আবৃত্তি প্রতিযোগিতা ও মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ১৮ দলে বিভক্ত হয়ে নতুন কারিকুলাম বাস্তবায়নে জীবন ও জীবিকার বিষয়ে রান্না শেখানো শিখন কালীন মূল্যায়নে শিক্ষার্থীরা নিজেরাই রান্না করেন। রান্না পর্যবেক্ষণ ও পরিদর্শন করেন কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সুযোগ্য সভাপতি সাঈদ মেহেদী। শেখ রাসেল দিবস-২০২৩ দিবসে বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয় উপজেলার শ্রেষ্ঠ শেখ রাসেল ডিজিটাল ল্যাব নির্বাচিত হওয়ায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী মিজানুর রহমানকে অভিনন্দন জানান। তিনি বলেন শিক্ষার্থীরা এই রান্না শেখার মাধ্যমে তারা নিজেরাই দক্ষ ও সাবলম্বী হবে।এ ছাড়াও রান্না পরিদর্শনে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক অফিসার মো: আবুল কালাম আজাদ, উপজেলা ব্যানবেইজ কর্মকর্তা নাসিম শাদাত ,উপজেলা আইসিটি প্রোগ্রামার হেমেন মন্ডল, বিদ্যালয়ের দাতা সদস্য আলহাজ্ব শেখ রফিকুল ইসলাম ,ভাড়াশিমলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিনা আক্তারসহ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য ও বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।