ডেস্ক রিপোটঃ
নওগাঁ জেলার মান্দায় ঐতিহাসিক ৭ই মার্চ, ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস, ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
০২ রা মার্চ বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা নির্বাহী অফিসার আবু বাক্কার সিদ্দিকের সভাপতিত্বে উপজেলা পরিষদের হল রুম এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো: এমদাদুল হক মোল্লা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহবুবা সিদ্দিকা রুমা, গৌতম কুমার মহন্ত, সহকারী কমিশনার (ভূমি) জাকির মুন্সী, উপজেলা প্রকৌশলী শাইদুর রহমান মিঞা, মান্দা উপজেলা আওয়ামীলীগের সভাপতি নাজিম উদ্দিন মন্ডল, কৃষি কর্মকর্তা শায়লা শারমিন।
এ সময় আরো উপস্থিত ছিলেনমান্দা থানা অফিসার ইনচার্জ (ওসি) নূর-এ-আলম সিদ্দিকী, আবাসিক মেডিকেল অফিসার আরিফ আহমেদ, প্রাথমিক শিক্ষা অফিসার আবুল বাশার শামসুজ্জামান, মান্দা পল্লী বিদ্যুত সমিতির ডিজিএম আসাদুজ্জামান, বিআরডিবি কর্মকর্তা আফজাল হোসেন, জনস্বাস্থ্যের সহকারী প্রকৌশলী এনায়েত হোসেন, রিসোর্স ইন্সট্রাক্টর কায়সার হাবিব, ফায়ার সার্ভিস মান্দা স্টেশনের ইনচার্জ নূর নবী, বীর মুক্তিযোদ্ধা খোদাবক্স ,আফছার আলী, আব্দুল মান্নান, মহিলা বিষয়ক কর্মকর্তা গীতা রানী, ইউপি চেয়ারম্যান, শিক্ষক,সাংবাদিক প্রমুখ।