মোহাঃ ফরহাদ হোসেন কয়রা প্রতিনিধি,
‘আমার জীবন আমার সম্পদ, বীমা করলে থাকবে নিরাপদ’। এই প্রতিপাদ্যকে নিয়ে খুলনার কয়রা উপজেলায় জাতীয় বীমা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে কয়রা উপজেলা প্রশাসনের আয়োজনে ও সরকারি এবং বেসরকারি বীমা কোম্পানির সহযোগিতায় বর্ণাঢ্য র্যালি, সচেতনতামূলক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বুধবার (১ মার্চ) সকাল ১০টায় কয়রা উপজেলা পরিষদের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে দিবসটির গুরুত্ব ও তাৎপর্য নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মমিনুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম শফিকুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী ইশতিয়াক আহমেদ, কয়রা উপজেলায় কর্মরত সাংবাদিক বৃন্দ, ডেলটা লাইফ ইনসুরেন্সের কয়রা উপজেলা কর্মকর্তা এম আলিউজ্জামান তায়জুল প্রমুখ।