ডেস্ক রিপোটঃ
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার হলদিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ৯টার দিকে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শরীফ মোহাম্মদ মর্তুজা আহসান। সকল ক্রীড়া প্রতিযোগিতা শেষে করে দুপুর দেড়টার দিকে পুরষ্কার বিতরণ করা হয়।
পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে হলদিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিদ্যালয়ের সভাপতি মো. আবদুল আউয়াল। সহকারী শিক্ষক গোপাল চন্দ্র পালের সঞ্চালনায় উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক মো. রাশেদুল হক, বিদ্যালয়টির শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ক্রীড়া শিক্ষক এসএম বশিরুল ইসলাম, লৌহজং প্রেস ক্লাবের সভাপতি মিজানুর রহমান ঝিলু, সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক মানিক মিয়া প্রমুখ।
এদিকে কোভিড-১৯ এর জন্য টানা ২ বছর পরে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দীর্ঘদিন পরে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হওয়ায় বিদ্যা পিঠটি মিলনমেলায় পরিনত হয়েছে। ক্রীড়া প্রতিযোগিতায় যেমন খুশি তেমন সাজ প্রতিযোগিতায় ছিলো বিশেষ আকর্ষণ। এতে স্কুলের শিক্ষার্থীরা বিভিন্ন সাজে অভিনয় করেন। এবং সকলকে আনন্দে মাতিয়ে রাখেন।