ডেস্ক রিপোটঃ
সুনামগঞ্জের দোয়ারাবাজারে লিয়াকতগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে তিনদিন ব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে।
সোমবার (২৭ ফেব্রুয়ারী) বিকালে লিয়াকতগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আব্দুল কাদিরের সভাপতিত্বে প্রভাষক আবু বকর সিদ্দিকের সঞ্চালনায় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোয়ারাবাজার সরকারি কলেজের অধ্যক্ষ একরামুল হক,শুভ উদ্বোধন করেন গভর্নিং বডির সভাপতি সাবেক চেয়ারম্যান আমিরুল হক, উপস্থিত ছিলেন গভর্নিং বডির সদস্য আবু নাছের,আব্দুল করিম,সমাজসেবক খলিলুর রহমান, ইউপি সদস্য মোহাম্মদ আলী, সাবেক ইউপি সদস্য আব্দুল হাই,উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি এম এ মোতালিব ভুইয়া,এম এইচ শাহজাহান আকন্দ, সাধারণ সম্পাদক এনামুল কবির মুন্না, সাংগঠনিক সম্পাদক মামুন মুন্সি,সহকারী প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ,প্রভাষক আবুল কালাম আজাদ, রেহেনা আক্তার রিতু,কাউছার আলম সহকারী শিক্ষক মতিউর রহমান, হাছিনা মমতাজ,আমির হোসেন,নুর এ আলম,আব্দুল জলিল,মনির হোসেন,আব্দুল মতিফ,শাহীদুল ইসলাম, বায়েজিদ রহমান, সুয়েল আহমদ, হিসাব রক্ষক আল আমিনসহ গভর্নিং বডির সদস্যবৃন্দ,বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, অভিভাবক বৃন্দ, স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার লোকজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা উপস্থিত বক্তৃতা, কেরাত,দেশাত্মবোধক গান,দৌড় প্রতিযোগিতা, দীর্ঘ লম্ফ, বিস্কুট দৌড়, দড়ি লাফ, পাতিল ভাঙ্গা, বর্ষা-চাকতি-গোলক নিক্ষেপ, আবৃত্তি, নৃত্য ও চমকপ্রদ ইভেন্ট যেমন খুশি তেমন সাজসহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়