ডেস্ক রিপোটঃ
বাগেরহাট জেলা পুষ্টি সমন্বয় কমিটি ও পুষ্টি উন্নয়নে নাগরিক কমিটি কর্তৃক মোল্লাহাট উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির পরিকল্পনা যৌথ পর্যবেক্ষণ, পরিদর্শন এবং আলোচনা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত পর্যায়ক্রমে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির কার্যক্রম ও ক্রেইন প্রকল্পের মাঠ পরিদর্শন, যৌথ পুষ্টি পরিকল্পনার সম্পাদিত কার্যক্রম বিষয়ক পাওয়ার পয়েন্ট উপস্থাপনা ও আলোচনা সহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে এ যৌথ পর্যবেক্ষণ, পরিদর্শন ও আলোচনা অনুষ্ঠিত হয়।
জেলা প্রাণিসম্পদ প্রশিক্ষণ কর্মকর্তা ডাঃ পরিতোষ রায়ের নেতৃত্ব দিনব্যাপী এ কার্যক্রমে উপস্থিত ছিলেন, জেলা কমিটির সদস্য বাগেরহাট কৃষি অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক কৃষিবিদ মোঃ হুমায়ুন কবির, বাগেরহাট ক্রেইন প্রকল্পের সিএসও সদস্য পরিজাত কুমার পাল, সিএসও উপদেষ্টা মুখার্জী রবীন্দ্রনাথ ও প্রকল্প সমন্বয়কারী মামুনুর রশিদ, মোল্লাহাট উপজেলা কৃষি কর্মকর্তা অনিমেষ বালা, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আশাদুজ্জামান শুভ, আরএমও ডাঃ নাহিদুল ইসলাম, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, জেজেএস’র ইউনিয়ন ফ্যাসিলিটেটর সত্য রঞ্জন বিশ্বাস সহ সংশ্লিষ্ট সকলে।
উল্লেখ্য, কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইড এর নেতৃত্বে ইউরোপীয় ইউনিয়ন-এর অর্থায়নে ওয়াটার এইড, রূপান্তর ও জেজেএস এর সমন্বয়ে গঠিত কোস্টাল কনসোর্টিয়ামের মাধ্যমে বাগেরহাট জেলার উপকূলীয় চারটি উপজেলায় (মোল্লাহাট, কচুয়া, মংলা ও শরণখোলা) সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর পুষ্টির সার্বিক উন্নয়নে এই প্রকল্প বাস্তবায়িত হচ্ছে।