ডেস্ক রিপোটঃ
Participatory Actions on Resilience (PAR) by Women Led CSOs নারী নেতৃত্বাধীন সিএসওদের অংশগ্রহণমূলক জলবায়ু পরিবর্তন ও অভিযোজন প্রকল্প শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের ০৭ নং ওয়ার্ডের (১৯ শে ফেব্রুয়ারী) মধ্যম দাঁতিনা খালীতে খলিয়া দলের দলনেতার বাড়ীতে জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ সচেতনতামুলক বিষয়ে নারীদের মধ্যে বিশেষ প্রশিক্ষন দেওয়া হয় । বনজীবী নারী উন্নয়ন বাস্তবায়ন করেন।
এই প্রশিক্ষনটি অর্থায়নে ক্রিশ্চিয়ান এইড।
এটির সহযোগিতা করেন নওয়াবেকী গনমুখী ফাউন্ডেশন ( এনজিএফ) ।
এই বিষয়ে জনসাধারনের মতামত জানাতে ক্রিশ্চিয়ান এইডের নিম্ন নম্বরে
অভিযোগ/পরামর্শ/মতামত জানাতে পারেন
হটলাইন নম্বর: ৩১৩১৩০১০৫৪৬ (রবি থেকে বৃহস্পতি সকাল ০৯টা থেকে বিকেল ০৫টা)