সাহেব রেজা নিজস্ব প্রতিবেদক সাতক্ষীরাঃ
খুলনা রেঞ্জের বঙ্গবন্ধুর চর সংলগ্ন এলাকায় হতে হরিণের মাংশ সহ ৪ জন আটক। সাতক্ষীরা রেঞ্জ পশ্চিম বন বিভাগের বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন থেকে লবন পানি সংগ্রহের জন্য পারমিট নিয়ে একটি জাহাজ সুন্দরবনের বঙ্গবন্ধু চর সংলগ্ন এলাকায় অবস্থান করে।
লবন পানির জাহাজ থাকায় লোকজনের নিকট হরিনের মাংস বিক্রয়ের বিষয় আলাপ কালে এক পর্যায়ে ঐ জাহাজে সাতক্ষীরা রেঞ্জ এর বন কর্মী স্কট হিসাবে অবস্থান করায়। ঐ হরিণ চোরা চক্রকে অতি কৌশলে ধরা হয়।
বন বিভাগ সুত্রে জানা যায়, ২৭ শে জানুয়ারি অনুমানিক ১২ টায় বন বিভাগের সদস্য সোহেল রানা কৌশল দিক অবলম্বনে হরিণ মাংস ও হরিণ শিকারী চক্রের ৪ জন কে আটক করে।
এর পরে ভ্রমর খালী বনটহলফাড়ীতে হস্তান্তর করা হয়,।
তাদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের প্রস্তুতি চলছে।
এ বিষয়টি নিশ্চিত করেছেন বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন কর্মকর্তা নুর আলম।