নিজস্ব প্রতিনিধিঃ
বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার সপ্ন অধরাই থেকে যেতো। ডিজিটাল বাংলাদেশ তৈরি হতো না। বিএনপির শাসনামলে দেশের জনগন দেখেছে, তারা কিভাবে লুটপাট করেছে। সার, তেল বিদ্যুৎতের জন্য মানুষ হাহাকার করেছে। শুক্রবার (২৬ আগষ্ট) মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমীতে বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষনা পরিষদ আয়োজিত শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি।
তিনি আরও বলেন, জননেত্রী শেখ হাসিনা ২০০৮ সাল থেকে টানা তৃতীয়বার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। বঙ্গবন্ধুর সপ্ন পুরনে দেশের জনগনের জন্য নিরলস কাজ করে যাচ্ছেন। বাংলাদেশ যে অনন্য উচ্চতায় পৌঁছাছে তা এখন বিশ্বের বিস্ময়।
মেহেরপুর জেলা বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সভাপতি প্রফেসর হাসানুজ্জামান মালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মোঃ মোজাহিদুল ইসলাম, পুলিশ সুপার মোঃ রাফিউল আলম, জেলা বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সহ-সভাপতি রফিকুল ইসলাম তোতা, সিরাজুল ইসলাম, পল্লব ভট্টাচার্য, অ্যাডভোকেট ইব্রাহিম শাহিন, প্রফেসর রফিকুল ইসলাম, মনিরুল ইসলাম, সাইদুল ইসলাম, পৌর শাখার সভাপতি নুরুল আহমেদ।
এসময় উপস্থিত ছিলেন, মেহেরপুর জেলা বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সাধারণ সম্পাদক সাইদুর রহমান, সদস্য মোবারক হোসেন, আজাদ আলী, শফি কামাল পলাশ, শাশ্বত চক্রবর্তী, মুরাদ হোসেনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী ।