মুজিবনগর প্রতিদিন ডেস্কঃ
রাত পোহালেই মুসলিম সম্প্রদায়ের দ্বিতীয় বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। ঈদ মানেই সবাই মিলে একত্র হয়ে মিলনের মোহনায় দাঁড়িয়ে একমঞ্চে উদ্যাপন।
আগামীকাল রবিবার অনুষ্ঠিত হবে পবিত্র ঈদুল আজহা। সেই ঈদ-উল-আজহাকে মহিমান্বিত করে তোলার লক্ষ্যে মেহেরপুর শহরসহ জেলার প্রতিটি ঈদগা মাঠের প্রস্তুতি সম্পন্ন করেছে।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেন মেহেরপুর পৌর ঈদগাহের প্রধান জামাতে নামাজ আদায় করবেন।
মেহেরপুর জেলা পরিষদের প্রশাসক গোলাম রসুল, পৌর-মেয়র মাহফুজুর রহমান রিটন,মেহেরপুর সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম, মেহেরপুরে শতবর্ষী পুরোনো ঈদগাহ মাঠে নামাজ আদায় করবেন।
মেহেরপুরে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮ টায় পৌর ঈদগাহ মাঠে এবং দ্বিতীয় প্রধান জামাত অনুষ্ঠিত হবে মেহেরপুর শহরের পুরাতন ঈদগাহ মাঠে সকাল ৮.১৫ মিনিটের সময়।
মেহেরপুর কোর্ট জামে মসজিদ প্রাঙ্গণে সকাল ৮.৩০ মিনিটে, মেহেরপুর থানা মসজিদ প্রাঙ্গণে সকাল সাড়ে ৭ টায়, মেহেরপুর পৌর ঈদগাহ মাঠে মহিলাদের জামাত সকাল ৮.৪৫ মিনিটে এবং শহীদ শামসুজ্জোহা নগর উদ্যানে আহলে হাদিস এর জামাত অনুষ্ঠিত হবে সকাল ৬.৩০ মিনিটে ।
এছাড়াও মেহেরপুর জেলার অন্যান্য ঈদগাহ ময়দানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রধান জামাতের সাথে সমন্বয় করে কর্মসূচি নির্ধারণ করবেন। বৈরী আবহাওয়া থাকলে ঈদের জামাত স্ব-স্ব মসজিদে অনুষ্ঠিত হবে।
মেহেরপুর পৌর ঈদগাহ মাঠে প্রধান ঈদের জামাতের ইমামতি করবেন বড় বাজার জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল হান্নান, শহরের পুরাতন ঈদগাহ মাঠের জামাতে ইমামতি করবেন হোটেল বাজার জামে মসজিদের ইমাম মাওলানা রোকনুজ্জামান। কোর্ট জামে মসজিদ প্রাঙ্গণে ইমামতি করবেন কোট জামে মসজিদের ইমাম হাফেজ জুবায়ের হেসেন।