মুজিবনগর প্রতিদিন ডেস্কঃ
‘মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নই আমাদের অঙ্গীকার” এই শ্লোগানে মুজিবনগরে প্রতিনিধি সভা করেছে খুলনা বিভাগীয় মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড।
শনিবার দুপুরে মুজিবনগর পর্যটন মোটেলে এ সভা অনুষ্ঠিত হয়।
খুলনা বিভাগ সমন্বয় কমিটির সমন্বয়কারী ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির তথ্য ও গবেষণা সম্পাদক এস এম শাহরীয়া হাসানের সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গণপরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এ্যড. মঈন উদ্দীন মিয়াজী।
প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সেলিম রেজা।
মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড মেহেরপুর জেলা কমিটির সাধারন সম্পাদক লিয়নের সন্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক সম্পাদক মাধবী ইয়াসমীন রুমা,দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম,
ত্রাণ ও পূনর্বাসন সম্পাদক মাকসুদা সুলতানা,
সহ সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম,মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড মেহেরপুর জেলা কমিটির সভাপতি সাকিল আহাম্মদ,খুলনা বিভাগ সমন্বয় কমিটির সদস্য ফারুক হোসেন উজ্জল।
অনুষ্ঠানের শুরুতেই মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সভাপতি মেহেদী হাসান সভার উদ্বোধন করেন।
এর আগে অতিথিরা মুজিবনগর পৌছালে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সভাপতি মেহেদী হাসানের নেতৃত্বে মুজিবনগর সৃতিসৌধে ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করেন।