এভাবেই একজন সাংবাদিক মোহসীন-উল-হাকিম জলে-জঙ্গলে প্রায় ১০ বছর চেষ্টা করে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় সুন্দরবনকে করেছেন জলদস্যুশূন্য। বিষয়টিকে নায়োকোচিতভাবে নিয়েছেন টিম ভারতের সাবেক অধিনায়ক তথা পশ্চিমবঙ্গের দাদা সৌরভ গাঙ্গুলি। তিনি মোহসীন-উল-হাকিমকে ঢাকা থেকে ডেকে নিয়ে সোজা তুলেছেন জনপ্রিয় অনুষ্ঠান ‘দাদাগিরি’র মঞ্চে।
সাংবাদিক মোহসীন উল হাকিম কে অভিহিত করেছেন এইভাবে, ‘নিজের দেশকে জলদস্যুদের হাত থেকে মুক্ত করার নায়ক, দস্যু মুক্ত সুন্দরবন বিনির্মানের মহা নায়ক।
আর এই বিজ্ঞাপন ক’দিন ধরে চলছে জি-বাংলার নানা প্রচারমাধ্যমে। বিষয়টি সবিস্তার জানতে যোগাযোগ করা হয় সাংবাদিক মোহসীন-উল-হাকিমের সঙ্গে। তিনি বলেন, ‘‘দাদাগিরি’ থেকে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে বেশ আগে। কোভিডসহ নানা কারণে সময় মেলাতে পারছিলাম না। তবে শেষ পর্যন্ত সময় মিলেছে।’’
তিনি আরও বলেন, ‘জনপ্রিয় এই অনুষ্ঠানটিতে অংশ নিয়ে আমি বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছি। বাংলাদেশের সাংবাদিক সমাজের প্রতিনিধিত্ব করেছি। আয়োজনটি দারুণ ছিলো। সৌরভ গাঙ্গুলির ব্যক্তিত্ব দেখে শিখেছি, আমাদের আরও বিনয়ী হতে হবে।’
‘দাদাগিরি’ সিজন-৯ এর বিশেষ এই পর্বটি ৮ মে রবিবার বাংলাদেশ সময় রাত ১০টায় প্রচার হবে জি বাংলায়।
আগামীকাল রবিবার ৮ ই মে বাংলাদেশ সহ বিশ্বের সকল বিনোদনপ্রেমীদর কে জি বাংলার পর্দায় চোখ রাখুন বাংলাদেশ সময় রাত ১০ টা, ভারত সময় রাত ৯.৩০ মিনিট।