সাহেব রেজা (শ্যামনগর) প্রতিনিধি:
বাংলাদেশের সর্ব দক্ষিণে সুন্দরবনের কোল ঘেঁষে বুড়িগোয়ালিনী ইউনিয়ন। আর এই ইউনিয়নের উদ্যোক্তা হিসেবে প্রায় ১৩ বছর যাবৎ মোঃ এনামুল হক নিরালস ভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে। হাস্য উজ্জ্বল এই তরুন যেন ডিজিটাল সেবা প্রদানে সেবার পাশাপাশি সহজতর তথ্য দিয়ে বুড়িগোয়ালিনী ইউনিয়নের মানুষের মন জয় করে নিয়েছে। সম্প্রতি বাংলাদেশের ডিজিটাল অনুষ্ঠেয় স্মার্ট বাংলাদেশ: স্মার্ট সেবা ক্যাম্পেইন ২০২২’এ বিজয়ী সেরা উদ্যোক্তা ( সাতক্ষীরা জেলা ক্যাটাগরি) হিসেবে তাকে নির্বাচিত করেছেন।
ডিজিটাল বাংলাদেশ রূপকল্প ২০২১-এর সফল বাস্তবায়নের ধারাবাহিকতায় সরকার এখন ২০৪১ সালের মধ্যে উদ্ভাবনী ও জ্ঞানভিত্তিক অর্থনীতির স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কাজ করছে। ভবিষ্যৎ স্মার্ট বাংলাদেশ হবে সাশ্রয়ী, টেকসই, জ্ঞানভিত্তিক, বুদ্ধিদীপ্ত এবং উদ্ভাবনী। ‘সেবা এখন হাতের মুঠোয়’ সম্পর্কে নাগরিকদের ব্যাপকভাবে ধারণা প্রদান ও দেশব্যাপী ডিজিটাল সেন্টারের মাধ্যমে ‘স্মার্ট বাংলাদেশঃ স্মার্ট সেবা-২০২২’ শিরোনামে জেলা ও উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে গত ১১ নভেম্বর থেকে ২৫ নভেম্বর ২০২২ পর্যন্ত, এসপায়ার টু ইনোভেট (এটুআই) প্রোগ্রামের আয়োজনে ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাদের মাধ্যমে ১ (এক) মাস ব্যাপী ই-সেবা ক্যাম্পেইন সারাদেশে সফলভাবে আয়োজন সম্পন্ন হয়েছে।
উল্লিখিত ক্যাম্পেইনে বিজয়ী উদ্যোক্তা নির্বাচনে একসেবা রিপোর্ট বিশ্লেষণ, সোশ্যাল মিডিয়া পর্যালোচনা, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসমূহের রিপোর্ট পর্যালোচনা পরবর্তী ক্যাম্পেইনের সেরা পারফরম্যান্স অর্জনকারী (জেলা প্রতি-০২ জন) উদ্যোক্তাকে কেন্দ্রিয়ভাবে নির্বাচিত করা হয়েছে। আগামি ১৭ জুলাই ২০২৩, মাল্টি পারপাস হল, এটুআই কার্যালয়ে একটি In House অনুষ্ঠানে বিজয়ী উদ্যোক্তাদের নাম ঘোষনা করা হয়।
তিনি এসপায়ার টু ইনোভেট (এটুআই) এর সম্মানিত কর্মকর্তা দ্বয়, জেলা প্রশাসন সাতক্ষীরা মহোদয়, উপজেলা প্রশাসন শ্যামনগর মহোদয়, ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান মহোদয়, সম্মানিত প্যানেল চেয়ারম্যান মহোদয়, সম্মানিত ইউপি সচিব মহোদয়, সম্মানিত ওয়ার্ড সদস্য/সদস্যাবৃন্দ, গ্রাম-পুলিশ, ইউনিয়ন ডিজিটাল সেন্টারের সম্মানিত গ্রাহক, শুভাকাঙ্ক্ষী, শুভানুধ্যায়ীসহ সবার নিকট কৃতজ্ঞতা জানিয়েছেন । বুড়িগোয়ালিনী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান জি, এম আব্দুর রউফ বলেন, আমাদের ইউনিয়নের ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা এনামুল হক খুব সৎ এবং ডিজিটাল কর্মঠ। ডিজিটাল সেবা পেতে আমাদের বুড়িগোয়ালিনী ইউনিয়নের সাধারণ জনগন ডিজিটাল সেন্টারে নিয়মিত আসেন। তিনি দেশ সেরা উদ্যোক্তা ( সাতক্ষীরা জেলা ক্যাটাগরি) নির্বাচিত হওয়ায় শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের গৌরব বয়ে এনেছে । সকল সেবার পাশাপাশি ইউনিয়নের সকল জনগন ডিজিটাল সেবা প্রদানে আমরা দায়বদ্ধতা স্বীকার করি।