(শ্যামনগর) প্রতিনিধিঃ
পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের সুন্দরবনের তেরকাটি খাল থেকে পরিতক্ত অবস্থায় ৩০ কেজি হরিণের মাংস উদ্ধার করেছে বনবিভাগ।
শনিবার রাত ১২ টায় বুড়িগোয়ালিনী স্টেশনের সহকারী স্টেশন কর্মকর্তা এ,বি,এম হাবিবুল ইসলাম
নেতৃত্বে। বনবিভাগের সদস্য ও সিপিজির সদস্যরা নিয়মিত টহলের সময়। সুন্দরবনের তেরকাটির খাল নামক স্থান থেকে পরিতক্ত অবস্থায় ৩০কেজি হরিণের মাংস সহ একটি নৌকা উদ্ধার করে। নৌকার থাকা হরিণ শিকারীদের বনে প্রবেশের অনুমতি দেওয়া মাছের পাস পাওয়া যায়। এ পাসে গাবুরা ৯ নং সোরা গ্রামের কাদের খার ছেলে ইউনুচ (৩৫) আলী, কেরামত গাজীর ছেলের আলাউদ্দিন(২৮),জিয়াদ গাজীর ছেলে সাহাদাত গাজী (৩৮)নাম উল্ল্যেখ আছে।
উদ্ধার মালামাল সুন্দরবনের কলাগাছিয়া টহল ফাঁড়ীর নিকট হস্তান্তর করেছে।
উদ্ধার কৃত মাংস সহ পাসে নাম থাকা ব্যাক্তিদের বিরুদ্ধে বন আইনে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলেন জানিয়েছেনসহকারী স্টেশন কর্মকর্তা,বুড়িগোয়ালিনী স্টেশন এ,বি,এম হাবিবুল ইসলাম