সাহেব রেজা নিজস্ব প্রতিবেদক সাতক্ষীরা :
সাতক্ষীরা ‘র উপকুলীয় এলাকা শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী, মুন্সিগঞ্জ, আটুলিয়া,পদ্মপুকুর ও শ্যামনগর সদরের বিভিন্ন মসজিদ মাদ্রাসা পবিত্র রমজান মাসে “রমজান প্রোগ্রাম -২৭ রমজানের রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করা হয়। বুড়িগোয়ালিনী ইউনিয়নের দাঁতিনা খালীর নুরজাহান মনিরউদ্দীন কওমি মাদ্রাসায় ইফতার বিতরণ করা হয়।
এ সময় স্থানীয়রা এইচ এম বিডি ফাউন্ডেশনের সকলকে ধন্যবাদ জানায়।
এ সময়ে এইচ এম বিডি ফাউন্ডেশনের প্রজেক্ট ইনচার্জ মোঃ শফিউল আজম সুমনের তত্ত্বাবধানে ২০২৪ সালের রমজান মাসের প্রতিদিনে ১২০-১৫০ জন রোজাদারের মাঝে ও HMBD Foundation এর মাধ্যমে সারা বাংলাদেশে প্রতিদিন ২০০০+ মানুষের মাঝে
ইফতারী বিতরণ কার্যক্রম চলমান রয়েছে।
এ মহৎতী উদ্দ্যোগে স্বাগত জানিয়ে স্থানীয়রা বলেন, এইচএমবিডি ফাউন্ডেশন উপকূলীয় এলাকায় স্বাস্থ্য সেবার ব্যাপারে প্রান্তিক জনগোষ্ঠীকে বিভিন্ন স্বাস্থ্য সেবা সহ সুপেয় পানির ব্যবস্থা গ্রহন করায় মানুষের নিকট গ্রহনযোগ্যতায় পঞ্চমুখর প্রশংসায় আছেন।
স্থানীয়রা আরো জানান অন্য কোন সংস্থা এইচএমবিডি ফাউন্ডেশনের মত উদ্দ্যোগ নিলে আরো ভালো হতো।
এ বিষয়ে প্রজেক্ট ইনচার্জ মোঃ শফিউল আজম সুমন বলেন, আমাদের প্রতিষ্ঠান আমরা মুলত স্বাস্থ্য সেবার পাশাপাশি সুপেয় পানি সরবরাহে করি,ও বাঘে আক্রান্ত পরিবার থেকে একজন করে নারীর সদস্য নিয়ে তাদেরকে দর্জি প্রশিক্ষণ ও একটি করে সেলাই মেশিন দিয়ে বিভিন্ন দোকান দারের সাথে অডার নিয়ে কাজের জন্য মার্কেট লিংকেজ করে দেওয়া হয়, তবে রমজান উপলক্ষে আমাদের সারা বাংলাদেশে ইফতারির কার্যক্রম চলমান রয়েছে। এ ছাড়াও আমরা দেশের বিভিন্ন এলাকায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা, শিক্ষা সহ বিভিন্ন ত্রাণ কার্যক্রম চলমান রয়েছে।