সাহেব রেজা নিজস্ব প্রতিবেদক সাতক্ষীরাঃ
শ্যামনগর কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে। ১৩ ফেব্রুয়ারী সোমবার সকাল ১১ টার সময় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড এর আয়োজনে শ্যামনগর উপজেলা বিআরডিবি হল রুমে বার্ষিক সভায় উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লি: এর সভাপতি মো: আশরাফুল হাসান এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার। সাধারন সভায় উপস্থিত সকলের প্রস্তাব ও স্বতস্পূর্ত সমর্থনে আগামী ৩ বছরের জন্য শ্যামনগর পল্লী উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নির্বাচিত হন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যক্ষ জি এম ওসমান গনি।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আয়ুব ডলি ,উপজেলা ভাইস চেয়ারম্যান সাইদ উজ জামান সাঈদ,শ্যামনগর সরকারি মহসিন ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব জি এম ওসমান গনি, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব জি এম আকবর কবীর। সাতক্ষীরা বিআরডিবি উপ-পরিচালক আবু আফজাল মোহাম্মদ সালেহ, জেলা সমবায় অফিসার এফএম সেলিম আক্তার,উপজলা পল্লী উন্নয়ন অফিসার ওয়াহিদ মূরাদ, শ্যামনগর উপজেলা অনলাইন নিউজ ক্লাবের সভাপতি মারুফ হাসের মিলন। এসময় উপস্তিত ছিলেন উপজেলা প্রেসক্লাব ও অনলাইন নিউজক্লাবের সাংবাদিকবৃন্দ, শ্যামনগর উপজেলার বিভিন্ন সমবায় সমিতির নেতৃবৃন্দ, উপজেলা পল্লী উন্নয়ন অফিসের অফিসারবৃন্দ। সমগ্র সভার অনুষ্ঠানটি পরিচালনা করেন পশ্চিম মুন্সিগঞ্জ কে এস এস লিঃ এর ম্যানেজার শিক্ষক কে এম আশরাফ হোসেন।