এস এম সাহেব আলী শ্যামনগর প্রতিনিধিঃ
সাতক্ষীরার শ্যামনগরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠপুত্র বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে শহিদ ক্যাপ্টেন শেখ কামালের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ ও অলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৫ আগস্ট) সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে শেখ কামালের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করেন উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, শ্যামনগর থানা পুলিশসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের প্রধানগণ এবং তাদের সহকর্মী বৃন্দ।
এরপর উপজেলা পরিষদের হলরুমে এক অলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আক্তার হোসেনের সভাপতিত্বে সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান এস.এম আতাউল হক দোলন, ভাইস চেয়ারম্যান প্রভাষক সাঈদ উজ-জামান সাঈদ, উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. মোঃ জিয়াউর রহমান, শ্যামনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মুর্শেদ, বীর মুক্তিযোদ্ধা দেবী রঞ্জন মন্ডল, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তুষার মজুমদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শাহিনুল ইসলাম, লক্ষীপুর এইচসি মাধ্যমিক বালিকা বিদ্যালয় এর প্রধান শিক্ষক কৃষ্ণানন্দ মুখার্জিসহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধিগণ অংশ গ্রহণ করেন এবং শেখ কামালের কর্মময় জীবন নিয়ে স্মৃতিচারণ করেন।
আলোচনা সভা শেষ যুবকদের মাঝে যুব ঋণের চেক হস্তান্তর ও গাছের চারা বিতরণ করা হয়।