এম এ হালিম শ্যামনগর (উপকূল) প্রতিনিধি।
শ্যামনগরে বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ১৭ মে বিকাল ৫টায় উপজেলা আওয়ামী লীগের নিজস্ব কার্যালয় উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক প্রভাষক ফয়সাল আহমেদ সুমন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সভাপতি ও সাতক্ষীরা-৪ আসনের জাতীয় সংসদ সদস্য এস এম জগলুল হায়দার।
তিনি তার বক্তব্যে বলেন,১৯৮১ সালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণতন্ত্র রক্ষা করতে এই দিনে দেশে প্রত্যাবর্তন করেন।সরকারের উন্নয়নের সফলতা তুলে ধরেন।ভবিষ্যতে আপনাদের সুচিন্তিত মতামত বর্তমান সরকারের পক্ষেই প্রদান করবেন। বর্তমান আওয়ামীলীগ সরকারই পারে বিশ্বের উন্নত দেশের কাতারে বাংলাদেশকে পৌঁছে দিতে । তিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী নেতৃত্ব ও সময়োপযোগী পদক্ষেপের উপর সবসময় ভরসা রাখতে বলেন। এ সময় তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্য দোয়া চান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দীর্ঘায়ু ও তার পরিবারের সুস্বাস্থ্য কামনা করে সকলের কাছে দোয়া প্রার্থনা করেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম আতাউল হক দোলন।আরো বক্তব্য রাখেন উপজেলা লীগের যুগ্মসাধারণ সম্পাদক স,ম আব্দুস সাত্তার,প্রভাষক মোশারফ হোসেন,সাংগঠনিক সম্পাদক সুশান্ত কুমার বাবুলাল, আইন বিষয়ক সম্পাদক ও মহিলা ভাইস-চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি,সদর ইউনিয়ন আ’লীগের সভাপতি ও প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব জি এম আকবর কবীর,সাবেক ছাত্রনেতা মেহেদী হাসান মারুফ উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক সরদার হাফিজুর রহমান সহ স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহবায়ক আব্দুর রফিক ও রাশেদুল ইসলাম