সাহেব রেজা নিজস্ব প্রতিবেদক সাতক্ষীরাঃ
সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় নতুন যোগদানকৃত প্রাথমিক সহকারি শিক্ষকদের সংবর্ধনা প্রদান ককরা হয়েছে। ৫ ফেব্রুয়ারী( রবিবার) শ্যামনগর প্রাথমিক শিক্ষক সমিতি ভবন মিলনায়তনে শ্যামনগর সরকারি প্রাথমিক শিক্ষক সমিতি ও বঙ্গবন্ধু প্রাথমিক শিক্ষক পরিষদ এর যৌথ আয়োজনে শিক্ষক সমিতির সভাপতি দীনেশ চন্দ্র মন্ডলের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মামুনুর রশীদ ও বঙ্গবন্ধু প্রাথমিক শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক দেলওয়ার হোসেনের পরিচালনায় প্রাথমিক বিদ্যালয়ে নতুন যোগদানকারী ৮১ জন সহকারি শিক্ষক-শিক্ষিকাগণকে সংবর্ধনা প্রদান করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি শ্যামনগর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রফিজ মিয়া, বিশেষ অতিথি ইনস্ট্যাক্টর কামরুজ্জামান, সহকারী শিক্ষা অফিসার সোহাগ হোসেন, ইদ্রিস আলী, জহুরুল ইসলাম, বঙ্গবন্ধু প্রাথমিক শিক্ষক পরিষদের শ্যামনগর শাখার সভাপতি পরিমল কুমার কর্মকার , প্রধানশিক্ষকগণ ও শিক্ষকনেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় প্রধান অতিথি শ্যামনগর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রফিজ মিয়া বলেন, বর্তমান সরকার শিক্ষা ক্ষেত্রে আধুনিকায়ন করে বিস্তর কাজ করছেন, শিক্ষাক্ষেত্রে সরকার প্রদত্ত সকল দায়িত্ব যথাযথ পালন করতে হবে, বিদ্যালয়ে যথাযথ আগমণ – প্রস্থান করতে হবে, ছাত্রছাত্রীদের সাথে আনন্দঘন পরিবেশে মিষ্টভাষায় পাঠদান করতে হবে, সকল শিক্ষক , অভিভাবক ও কমিটির সদস্যদের সাথে সৌহার্দপূর্ণ ব্যবহার করতে হবে। নতুন যোগদানকারী ৮১ জন সহকারি শিক্ষক-শিক্ষিকাগণকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। অনুষ্ঠানটির সহায়ক ভূমিকা পালন করেন সহকারী শিক্ষক তরিকুল ইসলাম।