শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধিঃ
“কৃষিই সমৃদ্ধি ” জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা “এক ইঞ্চি জমিও যেন অনাবাদি না থাকে” এই ধারা অব্যাহত রাখতে খরিপ ২/২০২৩-২০২৪ মৌসুম ২০২২-২০২৩ অর্থ বছরেরর প্রণোদনা ও পূনর্বাসন কর্মসূচীর আওতায় শ্যামনগরের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে নারিকেল চারা বিতরণ করা হয়েছে। বুধবার ৫ জুলাই সকাল ১০টার সময় শ্যামনগর কৃষি সসম্প্রসারন অধিদপ্তরের বাস্তবায়নে বিনামূল্য নারিকেল চারা বিতরন অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা ৪ আসনের মাননীয় সংসদ সদস্য এস এম জগলুল হায়দার।
শ্যামনগর উপজেলা কৃষি অফিসার মোঃ নাজমুল হুদা’র সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন, উপজেলা ভাইস চেয়ারম্যান সাঈদ-উজ-জামান সাঈদ, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আয়ুব ডলি, শ্যামনগর প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব জি এম আকবর কবীর, উপজেলা অনলাইন নিউজ ক্লাবের সভাপতি মারুফ হোসেন (মিলন) প্রমূখ।
পরে ৩০০ জন প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ১৫০০ টি নারকেল চারা বিতরন করা হয়।