” সাহেব রেজা নিজস্ব প্রতিবেদক সাতক্ষীরাঃ
শ্যামনগর উপজেলার উপকূলবর্তী এলাকা দাঁতিনা খালীতে চুনা নদীর বেড়িবাঁধে আবারও ১০০ ফুটের মত বেড়িবাঁধে ফাটল দেখা দিয়েছে, বর্তমান সময়ে নদীতে জোয়ার স্বাভাবিক এর চেয়ে বেশী হওয়ায় যে কোন সময়ে ঐ স্থান ধ্বস নামতে পারে। এই অবস্থায় স্থানীয় জনসাধারণ আতংকে সময় পার করছে। স্থানীয় কয়েকজন বলেন, দাতিনা খালী মোড়লবাড়ী মসজিদ সংলগ্ন বেড়িবাঁধটির জন্য আমাদেরকে চিন্তায় দিন পার করে হচ্ছে।
বেড়িবাঁধ যদি ভেঙ্গে যায়, লোকালয় নদীর পানি প্রবেশ করে তাহলে ব্যাপক ক্ষয়ক্ষতির স্বীকার হবে এলাকায় এমনটি জানিয়েছে এলাকাবাসী।
এলাকাবাসী পানি উন্নয়ন বোর্ডের কতৃপক্ষের নিকট বিশেষ হস্তক্ষেপ কামনা করছে।
যাহাতে অতি দ্রুত বেড়িবাঁধে মেরামতের ব্যবস্থা হয়।