মেহেরপুর সদর উপজেলার শোলমারী মাধ্যমিক বালিকা বিদ্যালয় পরিদর্শন করেছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মনিরুল ইসলাম। রবিবার দুপুর ১২ টদর দিকে তিনি বিদ্যালয়ে উপস্থিত হন। এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুব রহমান মনিরুল ইসলামকে শুভেচ্ছা জানান। পরে বিভিন্ন শ্রেণি কক্ষে গিয়ে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন এবং তাদের সার্বিক খোঁজ খবর নেন।
পরিদর্শক হিসেবে মনিরুল ইসলামের সাথে ছিলেন, মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আব্দুর রাজ্জাক, কবি নজরুল শিক্ষা মঞ্জিলের প্রধান শিক্ষিকা সানজিদা ইসলাম।
এসময় সানজিদা ইসলাম শিক্ষার্থীদের উদ্দেশ্য বাল্য বিয়ের কুফল সম্পর্কে আলোচনা করেন। পাশাপাশি স্মার্ট বাংলাদেশ বিনির্মানে নারীদের ভূমিকা নিয়েও কথা বলেন।
শোলমারী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল আলিম, মোস্তাক আহমেদ, ফারুক হোসেন, শরিফুদ্দিন, আফরোজা সুলতানা, মমতাজ পারভিন, জিয়াউর রহমান, শওয়াজান নেছা, মর্তুজা ফারুক, রিপন আলীসহ বিদ্যালয়ের কর্মচারীবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।