মেহেরেপুর প্রতনিধিঃ
মেহেরেপুর-কুষ্টিয়া সড়কে গাংনী উপজলোর তরোইল নামক স্থানে পিকনিকেরে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে অন্তত ৩০ জন আহত হয়ছেনে। এদের মধ্যে নারী ও শিশু রয়েছেনে। দ্রুত গতিতে চলার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার পাশে উল্টে পড়লে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত ১২ জনকে গাংনী উপজলো স্বাস্থ্য কমপ্লক্সেে র্ভতি করা হয়েছে।স্থানীয়
সুত্র জানা গছে মেহেরেপুর সদর উপজলোর রাজনগর গ্রাম থকেে নারী, পুরুষ আর শিশু মিলে ৩৭ জন যাত্রী নিয়ে হাসান পরবিহন নামেরন একটি বাস (যার নম্বর মহেরেপুর জ -০৪-০০১৬)। নাটোরে পকিনকিরে উদ্দশ্যেে রওনা দেয় । বাসটি দ্রুত গততিে তরোইল ডিগ্রী কলেজেরে কাছে পৌঁছুলে নিয়ন্ত্রণ হারায়। এসময় বাসটি সড়করে পাশে উল্টে পড়ে, বাসটিতে থাকা যাত্রীরা বাসরে মধ্যে আটকে ছিলেন। বামন্দী ফায়ার র্সাভসিরে একটি দল স্থানীয়দের সহায়তায় তাদরেকে উদ্ধার করে গাংনী উপজলো স্বাস্থ্য কমপ্লক্সেে নিয়ে যায়।
আহতদের মধ্যে রাজনগর গ্রামরে একই পরিবারের চারজনসহ ১২ জনকে র্ভতি করা হয়।
এরা হচ্ছে দেলোয়ার হোসনে (৩৫) ও তার স্ত্রী (৩০), মেয়ে সুমা (১০) ও সুামাইয়া (৫), একই গ্রামরে জুই খাতুন (৭), জোবাইয়া (৪) লিমা খাতুন (২৯), পলি খাতুন (৪০) ও তার ছেলে সম্রাট (১৮), চামলেী খাতুন (৩০) মুক্তি খাতুন (২৯) ও সুরমান আলী (৪০)।
বামন্দী ফায়ার সার্ভিস টিম লিডার ইছাহাক আলী বলনে, বাস উল্টে যাত্রীরা আটকে পড়ছিলেন। বাস যাত্রীদরে বেশরিভাগ আহত হয়েছেনে। বাস ফলে পালিয়ে গিয়েছেন চালক ও হেলপার।
গাংনী উপজলো স্বাস্থ্য কমপ্লক্সেরে আবাসকি মেডিকেল অফিসার আব্দুল্লাহ আল মারুফ জানান, আহতদের প্রাথমকি চিকিৎসা দিয়ে হাসপাতালে র্ভতি রাখা হয়েছে।
গাংনী থানা ভারপ্রাপ্ত র্কমর্কতা (ওসি) আব্দুর রাজ্জাক বলনে, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।বাসটি হেফাজাতে নেওয়া হচ্ছে। বাস টির চালককে খুঁজে বরে করার চেষ্টা করছে পুলিশ।