মুজিবনগর প্রতিদিন ডেস্কঃ
মুজিবনগরে একটি বকরি ধারি ছাগল ও একটি পাঠা ছাগলসহ দুজন ছাগল চোরকে আটক করেছে আনন্দবাস গ্রামের লোকজন।বৃহস্প্রতিবার মধ্যেরাতে ভবরপাড়া গ্রামের আকালি দফাদার ও একই গ্রামের প্রভাত মন্ডলের বাড়ি থেকে ছাগল চুরি করে দুপুরের দিকে বিক্রির উদ্যেশে নিয়ে যাবার সময় আনন্দবাস-বাগোয়ান তিন রাস্তার মোড়ে পাকড় গাছের কাছে থেকে তাদের আটক করে। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে যেয়ে ২টি ছাগলসহ চোর দুজনকে থানা হেফাজতে নিয়ে আসে।থানায় নিয়ে এসে জিগাসাবাদ করা হলে চোর দুজন তাদের ছাগল চুরির ঘটনার সত্যতা স্বীকার করেন।
আটককৃতরা হলেন,মুজিবনগর উপজেলার সোনাপুর উত্তরপাড়ার আরজ আলীর ছেলে সুইট আলী(২৬) ও ভবরপাড়া গ্রামের মুজিবনগর কমপ্লেক্স গেট পাড়ার সাইদ শেখের ছেলে রুবেল শেখ(২২)।
আটকের পর আকালি দফাদার বাদী হয়ে মুজিবনগর থানায় হাজির হয়ে তাদের দুজনের নামে একটি মামলা দায়ের করেন।
মুজিবনগর থানার অফিসার ইনচার্জ মেহেদী রাসেল জানান, বৃহস্প্রতিবার দুপরে আনন্দবাসের কিছু জনগন দুজন চোরকে আটক করেছে এমন সংবাদ শুনে পুলিশ সেখানে উপস্থিত হয়ে তাদের থানা হেফাজতে নিয়ে আসে।থানায় এসে তাদের জিগাসাবাদ করলে ১ নং আসামী সুইট আলী চুরি ঘটনার সত্যতা স্বীকার করেন।এদিকে ছাগল মালিকদের বাসাতে খবর দিলে আকালি দফাদার বাদী হয়ে তাদের নামে থানায় মামলা দায়ের করে।