শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধিঃ
আজ ২৯ অক্টোবর রবিবার সকাল সন্ধা বিএনপি-জামায়াতের ডাকা হরতাল ও নৈরাজ্যের প্রতিবাদে সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি ও শ্যামনগর উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি এ্যাড. এস এম জহুরুল হায়দার (বাবু’র)সভাপতিত্বে ও আয়োজনে শ্যামনগরে শান্তি সমাবেশ হয়েছে।
২৯ অক্টোবর(রবিবার) বিকাল সাড়ে ৪ টায় সহস্রাধিক নেতাকর্মী ও মানুষের উপস্থিতিতে শ্যামনগর অস্থায়ী পৌর ভবন চত্বরে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।
শ্যামনগর ববঙ্গবন্ধু সৈনিক লীগের আহবায়ক আব্দুর রবের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি প্রভাষক জুলফিকার আল মেহেদী লিটন, নূরনগর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক সোহেল রানা বাবু, উপজেলা যুবলীগের সাবেক সাধারন সম্পাদক ও যুগ্ন আহবায়ক প্রভাষক মিজানুর রহমান মিজান, শ্যামনগর মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি কৃষ্ণানন্দ মূখার্জী, উপজেলা প্রাইমারী শিক্ষক সমিতির সভাপতি দিনেশ চন্দ্র মন্ডল,
এসময় আরোও উপস্থিত ছিলেন জোবেদ সোহরাব মডেল একাডেমির প্রধান শিক্ষক হায়বাদপুর মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান লাভলু, শিক্ষক গনেশ চন্দ্র শাহা, উপজেলা অনলাইন নিউজ ক্লাবের সভাপতি মারুফ হোসেন মিলন, রিপোটার্স ক্লাবের সম্পাদক সরদার আমজাদ হোসেন মিঠু, ইউপি সচিব আমিনুর রহমান,নকিপুর বাজার ব্যবসায়ী কমিটির সাধারন সম্পাদক ফিরোজ হোসেন, যুবলীগ নেতা শেখ সুজন,শ্যামনগর পৌরসভার ৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক খান জাকির হোসেন পলাশ,কলেজ ছাত্রলীগ নেতা এস এম ফয়সাল হায়দার সহ উপজেলা ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামীলীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও সমার্থকবৃন্দ।
এসময় শান্তি সমাবেশের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার জন্য নেতাকর্মীদের মাঠে থাকার আহ্বান জানান এবং সন্ত্রাস, নৈরাজ্য ও দেশ বিরোধী চক্রান্ত সহ সকল ষড়যন্ত্রকারীদের প্রতিহত করা হবে বলেও হুশিয়ারি দেন। তিনি বিএনপি জামতের ডাকা হরতালকে প্রতিহত করে শ্যামনগরে শান্তি রক্ষায় এমপি জগলুল হায়দারের নির্দেশে মাঠে থাকার আহবান জানান।