এস এম সাহেব আলীঃ ৯৯৯ থেকে ফোন পেয়ে বঙ্গোপসাগরের শ্যালাচর থেকে ইঞ্জিন বিকল হয়ে ভাসমান ফিসিং ট্রলার থেকে ১৩ জেলেকে জীবিত উদ্ধার করেছে মোংলা কোস্টগার্ড পশ্চিম জোন। সুন্দরবন সংলগ্ন শ্যালাচর এলাকায় ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা ফিশিং ট্রলার হতে ১৩ জেলেকে জীবিত উদ্ধার করল কোস্টর্গাড।
আজ ১৫ আগস্ট সন্ধ্যায় লেঃ কমান্ডার বিএন এম মামুনুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়।
রবিবার (১৪ আগস্ট) আনুমানিক ১১ টায় ৯৯৯ হতে ফোন কলের মাধ্যমে সংবাদ পাওয়ায় বিসিজি স্টেশন কচিখালী হতে একটি উদ্ধারকারী দল দ্রুত শ্যালাচর এলাকায় গমণ করে এবং আজ সোমবার (১৫ আগস্ট) সকাল ৮ টায় ১৩ জন জেলেসেহ ইঞ্জিন বিকল হয়ে পড়া ‘ছোট হুজুরের দোয়া’ নামক ফিশিং ট্রলারটি উদ্ধার করে।