মুজিব মানেই বাঙ্গালী জাতির
মুক্তির একনাম,
আল্লাহ মেহেরবান তুমি কর দান
জান্নাতের সর্বোচ্চ মাকাম।
মুজিব তুমি উনিশ শত বায়ান্নর
একাত্তরের স্বাধীনতা,
মুজিব তুমি মাটি মানুষের
দৃঢ় মানবতা।
মুজিব মানেই লাল সবুজের
পতাকা উপহার,
মুজিব তোমায় এই বাংলায়
খুঁজে ফিরি বারবার।
তোমার শোকে মাতোয়ারা
পদ্মা মেঘনার স্রতোধারা,
ধিক্কার জানাই বিস্বাস ঘাতকদের নৃশংস হত্যা করলো যারা।
১৫-ই আগষ্ট গভীর রজনী
রোজ শুক্রবার,
ধানমন্ডি বত্রিশ নম্বর
সেদিন রক্তে একাকার।
ভাগ্যের নির্মম পরিহাস
কন্যাদ্বয়ের জার্মানিতে বাস,
মুজিব তোমার স্বপ্ন পুরনে
অদম্য উচ্ছাস।
তুমি জাতির শ্রেষ্ঠ সন্তান
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান,
তুমি কাব্য প্রবন্ধ ইতিহাস তুমি সুর ও ছন্দ
মুজিব তুমি দেশের গান।
মুজিব অমর অবিস্মরণীয়
তোমার আদর্শ করি লালন,
শহীদের আত্নার শান্তি কামনায়
বিনম্র শ্রদ্ধায় শোক দিবস করি পালন।